আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় দফায় ইউক্রেনের বেশ কয়েকটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।
মস্কো বলেছে- বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল, চেহেরনিভ ও সুমি শহরে মানবিক করিডর খুলে দেওয়া হয়েছে।
এর আগে মস্কো দুই দফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেসব পুরোপুরি কার্যকর হয়নি।
ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন- গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে সুমি শহরের পাঁচ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রাশিয়ার সেনাদের ব্যাপক গোলাবর্ষণের কারণে চেহেরনিভ শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ ভেস্তে যায়।
বিবিসি বলছে- কিয়েভ ও আশপাশের এলাকায় আজ বুধবার সকালে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরজুড়ে আবার বিমান হামলার সাইরেন বেজে ওঠে।