1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জাপানের প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোম‘ হামলা - DeshBideshNews
November 28, 2024, 3:43 pm
 

জাপানের প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোম‘ হামলা

  • Update Time : Saturday, April 15, 2023
  • 88 Time View
জাপানের প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোম‘ হামলা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘স্মোক বোমা’ হামলার শিকার হয়েছেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিবিসি জানায়, প্রধানমন্ত্রী কিশিদা আজ ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াকায়ামার ঘটনাস্থল থেকে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশও একজনকে আটক করার কথা স্বীকার করেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুঁড়ে দিতে দেখেছেন। তারপরই ধোঁয়া উড়তে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

এনএইচকের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ওয়াকায়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়। এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ