দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক সকেট থেকে আগুনের সূত্রপাত।
জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে ভবনটির ১৫ তলায় আগুন লাগে।পরে আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আহত ৯ জনের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছেন। গত কয়েক দিনে চীনে এটি দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ড। এই সপ্তাহেই চীনের মধ্যাঞ্চলীয় শহর আনিয়াংয়ে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত হয়েছেন।
সিনহুয়া জানায়, এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’ তারা আরো জানায়, ‘আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’ তারা বলছে, সেখানের আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকান্ড ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ি করে।