1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চীনা রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়ল মহাসাগরে - DeshBideshNews
November 25, 2024, 6:24 am
 

চীনা রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়ল মহাসাগরে

  • Update Time : Sunday, July 31, 2022
  • 317 Time View
চীনা রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়ল মহাসাগরে

দেশ বিদেশ ডেস্ক : অবশেষে চীনের রকেট লং মার্চ ৫-এর ধ্বংসাবশেষ পৃথিবীতে ভেঙে পড়েছে। শনিবার মধ্যরাতে এটি ভারত ও প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পৃথিবীতে বিধ্বস্ত হয়। মার্কিন ও চীনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চীনা রকেটটির বেশির ভাগ অবশিষ্টাংশ বায়ুমণ্ডলে পুড়ে গেছে। রোববার বিবিসি এক প্রতিবেদনের এসব তথ্য জানিয়েছে।

তবে রকেটটির বাকি অংশ প্রশান্ত মহাসাগরের সুলু সাগরে পতিত হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এর আগে মহাকাশ বিশেষজ্ঞরা বলেছিলেন, জনবহুল এলাকায় রকেট অবতরণের আশঙ্কা অত্যন্ত কম। শনিবার মধ্যরাত নাগাদ চীনের লং মার্চ ৫ রকেট পৃথিবীতে ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ সময় রাতের আকাশে আতশবাজির মতো আলোর ফুলকি দেখা গেছে। সেটি যত ভূখণ্ডের কাছে আসতে থাকে, ততই এটিকে উল্কাপাত বলে মনে হয়।

রাতেই এশিয়ার বেশ কিছু দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় লাল, নীল, হলুদ, কমলা রঙের আলোর ছবি প্রকাশ করে উল্কাপাতের কথা জানায়। আসলে সেটি ছিল বিশাল মাপের চীনা রকেট। গত ২৪ জুলাই পাঠানো ওই রকেটটি মহাকাশে প্রদক্ষিণ শেষে পৃথিবীর দিকে ফিরছিল। কিন্তু বাতাসের সংস্পর্শে আসার পরই তার ওজনের কারণে সেটি ভেঙে পড়ে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের ওপরে। যত দূর জানা গেছে, রকেটের ধ্বংসাবশেষটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের কাছাকাছি পড়েছে।

রকেটির কাজ ছিল মহাকাশে তাদের গবেষণা সংস্থায় নতুন একটি যন্ত্র স্থাপন করে ফিরে আসা। রকেটটি সাফল্যের সঙ্গে সেই কাজ করে পৃথিবীর বুকে ফিরছিল। কিন্তু সেই সময়ই বিপত্তি ঘটে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, তৃতীয়বার চীন রকেট ধ্বংসাবশেষের বিষয়ে বিধিভঙ্গ করল। নাসা এই কাজের সমালোচনা করে বলেছে, মহাকাশে যারাই রকেট পাঠাক না কেন, পৃথিবীর বুকে ফিরে আসার যাবতীয় তথ্য সকলকে জানানোটাই রীতি। রকেটটি কোথায় এসে নামবে, তার ওজন কত, তা কতটা পরিবেশের পক্ষে ক্ষতিকর সেসব তথ্য জানানো হয়নি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ