দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহর চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। গতকাল রাশিয়া ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান এ তথ্য জানিয়েছেন। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে প্রিগোজিন বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি মাত্র পথ রেখে বাখমুত ওয়াগনার যোদ্ধা ‘বাস্তবিকভাবে ঘিরে ফেলেছে।’ সামরিক পোশাক পরা প্রিগোজিন তার সামাজিক যোগাযোগমাধ্যমেপোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনারের ইউনিটগুলি কার্যত বাখমুতকে ঘিরে রেখেছে। শুধুমাত্র একটি রাস্তা বাকি আছে (ইউক্রেনীয় বাহিনীর জন্য উন্মুক্ত) মুঠি আরও শক্ত হচ্ছে।’
প্রিগোজিনের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতের কেন্দ্রস্থল থেকে চার দশমিক ৩ মাইল উত্তরে প্যারাস্কোভিভকা গ্রামে অবস্থান করছে ওয়াগনারের সেনারা।