দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আব্দুল শাকুর শনিবার রাজধানী ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে আটক করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এসব তথ্য জানিয়েছে।
ইসলামাবাদ পুলিশ জানায়, সংসদ ভবনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি শাকুরের গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৫৫ বছর বয়সী মন্ত্রী এ সময় গাড়িতে একা ছিলেন এবং নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। পাঁচজন যাত্রী নিয়ে একটি হাইলাক্স গাড়ি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। শাকুরের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির চালকসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইসলামাবাদের পুলিশ প্রধান নাসির আকবর খান সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনার সময় মন্ত্রী একা ছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় সম্প্রচারকারী জিও নিউজ সম্প্রচারিত চিত্রগুলোতে দেখানো হয়েছে, শাকুরের ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তার মাঝখানে পড়ে আছে এবং অনেক দর্শক তা ঘিরে রেখেছে। শাকুর মূলধারার ধর্মীয় দল জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের একজন প্রবীণ আইনপ্রণেতা। তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে নিম্নকক্ষ—জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য সরকারি ও বিরোধী আইনপ্রণেতারা শাকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্থানীয় সময় রবিবার দুপুরে লাকি মারওয়াত জেলার তহসিল বেতানির তাজবি খেলা এলাকায় আব্দুল শাকুরের জানাজার নামাজ পড়া হয়। জানাজায় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা, দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।