1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
গাজায় আরো ২দিন বাড়ানো হলো যুদ্ধবিরতি - DeshBideshNews
November 26, 2024, 1:35 am
 

গাজায় আরো ২দিন বাড়ানো হলো যুদ্ধবিরতি

  • Update Time : Tuesday, November 28, 2023
  • 92 Time View
গাজায় আরো ২দিন বাড়ানো হলো যুদ্ধবিরতি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো দুইদিন বাড়ানো হয়েছে। গতকাল সোমবার চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী মেয়াদ বৃদ্ধির ফলে আরো জিম্মি বিনিময় করবে হামাস ও ইসরায়েল।

ইসরায়েল বলছে, গাজা থেকে অতিরিক্ত ১০ জন করে বন্দির মুক্তির শর্তে তারা যুদ্ধে একদিন করে বিরতির প্রস্তাব দিয়েছে। তারা ইতিমধ্যে ভুক্তভোগীদের পরিবারকে আরো জিম্মি মুক্তির বিষয়টি জানিয়ে দিয়েছে। ইসরায়েল-হামাস চুক্তির অংশ হিসেবে, গাজায় এখন পর্যন্ত ৩৯ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বিপরীতে ১১৭ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

গত শুক্রবার থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা, সেদিকে সবার মনোযোগ ছিল। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এই বিরতি আরো এগিয়ে নেওয়াই এখন আসল লক্ষ্য। বাইডেন আরো বলেছিলেন, ‘যতক্ষণ ধরে বন্দিরা বেরিয়ে আসছে ততক্ষণ ধরে যুদ্ধ থামাতে চাই।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ