1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কারাগার থেকে আবারও গৃহবন্দি সু চি - DeshBideshNews
November 25, 2024, 3:27 am
 

কারাগার থেকে আবারও গৃহবন্দি সু চি

  • Update Time : Wednesday, April 17, 2024
  • 79 Time View
কারাগার থেকে আবারও গৃহবন্দি সু চি
কারাগার থেকে আবারও গৃহবন্দি সু চি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সামরিক অভ্যুত্থানের সময় মিয়ানমারে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি থাকা সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে ফের গৃহবন্দি করেছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারে চলমান গরম আবহাওয়া ও তাপপ্রবাহের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন।

তিনি জানান, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক থেকে রক্ষার জন্য শুধু অং সান সু চি নয়, অন্য বয়স্ক বন্দিদের জন্যও আমরা কাজ করছি। এর আগে গত সেপ্টেম্বরে অং সান সু চির ছেলে কিম অ্যারিস কারাগারে তার মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, গুরুতর মাড়ির রোগে ভুগছেন তিনি।

২০২১ সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করার পর কয়েক বছর জেলে থাকায় তার খাবার খেতে সমস্যা হতো। প্রায় দুই দশক ধরে কোনো না কোনো কারণে গ্রেপ্তার থেকেছেন সু চি। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিযোগাযোগ আইন লঙ্ঘন পর্যন্ত অপরাধের জন্য তিনি ২৭ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। যদিও অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ