দেশ বিদেশ ডেস্ক : কলম্বিয়ার সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্র প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, তিনিই হলেন সে দেশে প্রথমবারের মতো নির্বাচিত কোনো বামপন্থী প্রেসিডেন্ট। এম-১৯ সশস্ত্র গোষ্ঠীর সাবেক যোদ্ধা স্থানীয় সময় রবিবার বিকেলে বোগোটা’র বলিভার প্লাজায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার করার পরিকল্পনার কথা জানান।
কলম্বিয়ায় সম্প্রতি জনপ্রিয়তা হারান ডেমোক্রেটিক সেন্টার পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইভান ডুকু। ২০১৮ সালের আগস্টে ডুকু ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এছাড়া বেকার সমস্যা, নিরাপত্তাব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় দেশটির জনগণ। ডুকুর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ দেখাতে শুরু করেন।
চলতি বছরের জুনে ডুকুকে হারিয়ে চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন গুস্তাভো পেত্র। কলম্বিয়ার পার্লামেন্ট রয়েছে বাম আধিপত্য। এখান থেকে তিনি পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন পাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।