দেশ বিদেশ ডেস্ক: এবার করোনা আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে রোগের উপসর্গ মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ। করোনার সংক্রমণ রোধে ফাইজারের দুই ডোজ টিকাও নিয়েছিলে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। প্রথমটি নেন ২০২০ সালের ডিসেম্বরে, দ্বিতীয়টি ২০২১ সালের জানুয়ারিতে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে বিবৃতিতে জানিয়েছেন, নিজের দায়িত্ব অব্যাহতি রেখেই হোয়াইট হাউজে আইসোলেশনে থাকবেন বাইডেন। সকালে হোয়াইট হাউজের স্টাফসহ অন্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন এবং নির্ধারিত মিটিং ফোন এবং জুমে। চারদিনের মধ্যপ্রাচ্য সফরে শেষে বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সবাইকে মাস্ক পরিধানসহ নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চলতি সপ্তাহে ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবে সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর গতকাল বুধবার জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মসূচিতে অংশ নিতে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে গিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা ও অপরাধ বিষয়ক একটি সেমিনার ও নিজের রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ বিষয়ক প্রচারণায় যোগ দিতে দেশের উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় যাওয়ার কথা ছিল জো বাইডেনের। কিন্তু তার আগেই করোনা পজিটিভ শনাক্ত হলেন তিনি।