দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার প্রতিক্রিয়ায় এ হামলা বলে মনে করা হচ্ছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজার ফিলিস্তিনি দলগুলো আজ বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুটি রকেট ভূমধ্যসাগরের দিকে ও পাঁচটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এ জন্য দক্ষিণ ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজেছিল।
উল্লেখ্য, পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির খবর, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে, তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।