দেশ-বিদেশ নিউজ ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার আট বছরের কারাদণ্ড এক বছরে কমিয়ে দিয়েছেন দেশটির রাজা। ধনকুবেরের ক্ষমার অনুরোধ জমা দেওয়ার এক দিন পর রাজকীয় গেজেট শুক্রবার এ তথ্য জানিয়েছে।
দেশটির সবচেয়ে বিখ্যাত এ রাজনীতিবিদ ১৫ বছর বিদেশে স্ব-নির্বাসনে থাকার পর গত সপ্তাহে থাইল্যান্ডে ফেরেন। তিনি ২০০৬ সালে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
একটি প্রাইভেট জেটে করে দেশে ফেরার পর ক্ষমতার অপব্যবহার ও ক্ষমতায় থাকাকালীন স্বার্থের দ্বন্দ্বের অভিযোগে আট বছরের সাজা ভোগ করতে কারাগারে স্থানান্তরিত হন। প্রথম রাতে তাকে বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপের জন্য একটি পুলিশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বৃহস্পতিবার তিনি রাজকীয় ক্ষমার আবেদন জমা দেন। শুক্রবার রাজকীয় গেজেটে বলা হয়েছে, থাকসিন ‘একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশ ও জনগণের জন্য ভালো কাজ করেছেন এবং রাজতন্ত্রের প্রতি অনুগত।
তিনি প্রক্রিয়াটিকে সম্মান করেছেন, তার অপরাধ স্বীকার করেছেন, অনুতপ্ত হয়েছেন, আদালতের রায় গ্রহণ করেছেন। এই মুহূর্তে তিনি বৃদ্ধ, অসুস্থতার জন্য চিকিৎসা নেওয়া প্রয়োজন। ১৫ বছর দূরে থাকা সত্ত্বেও ২০০১ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতিটি নির্বাচনে তার অনুগত দলগুলো জয়ী হওয়ায় থাই নীতিতে থাকসিন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ও উন্নত চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন বলে জানিয়েছে।