দেশ-বিদেশ নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া তাদের উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় আজ শনিবার জানিয়েছে। বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এমন সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো যখন উত্তর এবং দক্ষিণ কোরিয়া মধ্যে সম্পর্ক একটি জটিল অবস্থায় আছে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এটি একটি স্পষ্ট উস্কানি যা, এই অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে।’
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন এবং সাম্প্রতিক সামরিক শক্তির এই প্রদর্শন সেই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, ‘এই আচরণ অগ্রহণযোগ্য এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
শনিবার স্থানীয় সময় প্রায় সকাল ৪ টার পর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সনাক্ত করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন। এদিকে গত বুধবার উত্তর কোরিয়া তার পূর্ব সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে আসার কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া বৃহস্পতিবারও সতর্ক করে বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী, বোমারু বিমান বা ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েন করা মানে, তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের মানদণ্ড পূরণ করা।