1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
উত্তপ্ত পশ্চিম তীর, গাজা-ইসরায়েলে দুই পক্ষের হামলা - DeshBideshNews
November 27, 2024, 3:29 pm
 

উত্তপ্ত পশ্চিম তীর, গাজা-ইসরায়েলে দুই পক্ষের হামলা

  • Update Time : Thursday, February 23, 2023
  • 88 Time View
উত্তপ্ত পশ্চিম তীর, গাজা-ইসরায়েলে দুই পক্ষের হামলা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভোরবেলা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ছয়টি রকেট ছোড়া হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে।

ভোররাতে গাজা থেকে ছয়টি রকেট ছোড়া হয়েছিল। তবে এর মধ্যে পাঁচটি রোধ করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। এর কিছুক্ষণ পর ইসরায়েলি যুদ্ধবিমান হামাসের দুটি আস্তানায় হামলা চালায়। তবে হামলায় কেউ আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। বুধবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর দুই পক্ষই পাল্টা হামলা চালায়। গাজা নিয়ন্ত্রণকারী হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ গোষ্ঠী নাবলুসের ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের মধ্যপ্রাচ্যের দূত টর ওয়েনেসল্যান্ড এই অস্থিতিশীল পরিস্থিতি হ্রাসের চেষ্টা করছেন। বৃহস্পতিবার হামাস নেতাদের সঙ্গে দেখা করতে তিনি গাজায় সফর করছেন। সফরের আগে তিনি বলেছেন, ‘আমি সহিংসতার ক্রমাগত চক্রে গভীরভাবে বিচলিত এবং বেসামরিক মানুষের জীবনহানির কারণে শঙ্কিত। আমি সব পক্ষকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি, যা ইতিমধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে।’

এদিকে বৃহস্পতিবারের রকেট হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ফলে আশকেলন এবং সেডরোটসহ গাজার নিকটবর্তী দক্ষিণ ইসরায়েলি শহর এবং শহরগুলোতে সাইরেন বেজেছে। এ বছর এখন পর্যন্ত বেসামরিক লোকসহ ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ১০ ইসরায়েলি এবং একজন ইউক্রেনীয় নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার উত্তেজনা কমানোর চেষ্টা করছে। বুধবার তারা বলেছে, তারা ‘সহিংসতার মাত্রা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ