দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে ঘটনা দুটি ঘটেছে। রয়টার্স জানিয়েছে, এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। তবে তারা বলেছে, হেবরন শহরের নিকটবর্তী ছোট শহর বেইত উমরের পাশে রাতে ইসরায়েলি সামরিক দুটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছে।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা বোমা মেরেছে এবং গুলিবর্ষণ করেছে। ইসরায়েলি সেনারা পাল্টা গুলি চালিয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, রামাল্লায় পৃথক এক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়েছে।