দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এ বছর শেয়ারের মূল্য ব্যাপকহারে হ্রাসের পর ইলন মাস্ক আর বিশ্বের শীর্ষ ধনী নন। ফোর্বস ম্যাগাজিন ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ককে টপকে শীর্ষে উঠে এসেছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট। বিবিসি জানিয়েছে, সোমবার ইলন মাস্ককে টপকে ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী। সিএনবিসি জানিয়েছে, সোমবার দিন শেষে শেয়ার বাজারে টেসলার শেয়ার দর পড়েছে ছয় দশমিক তিন শতাংশ।
ইলন মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত এক বছরে অর্ধেকের বেশি বাজার মূল্য হারিয়েছে টেসলা। বাজার বিশ্লেষকদের মতে, টেসলার এ পরিস্থিতির জন্য ইলন মাস্কের খামখেয়ালী টুইটার অধিগ্রহণ দায়ী। টুইটারের মালিকানা পেতে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার খরচ করেছেন ইলন মাস্ক। টেসলার শেয়ার বিক্রি করে ওই অর্থের বেশিরভাগ জোগাড় করেছেন তিনি। অথচ ব্যাপক সাফল্য পেয়েছিল টেসলা। শেয়ার বাজারেও দর বেড়েছিল টেসলার শেয়ারের। মাত্র দুই বছরে টেসলার শেয়ারের দাম বেড়েছিল ১০০০ শতাংশের বেশি। শেয়ার বাজারে টেসলার শেয়ারের দরপতনের সরাসরি প্রভাব পড়েছে ইলন মাস্কের সম্পদে।
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে আসা বার্নার্ড আর্নল্ট লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর ৬০ শতাংশ ভোটিং শেয়ারের মালিক। ফেনডি, ক্রিশ্চিয়ান ডিওর এবং সেফোরার মত বেশ কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক ওই বহুজাতিক কম্পানি। ফোর্বসের দেওয়া তথ্যানুসারে, বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ এখন ১৮ হাজার ৬০০ কোটি ডলার। আর শেয়ার বাজারে টেসলার দরপতনে ইলন মাস্কের সম্পদ নেমে এসেছে ১৮ হাজার ১৩০ কোটি ডলারে।
‘ফ্যাক্টসেট ডেটা’র তথ্যানুসারে, ইলন মাস্কের হাতে বর্তমানে টেসলার ১৪.১১ শতাংশ শেয়ার আছে এবং স্পেসএক্সের ৪০ শতাংশ শেয়ারের মালিক তিনি। তবে ব্লুমবার্গের ‘বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এ এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক।