দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নওয়াজ শরিফের মেয়ে এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে উপহাস করে বলেছেন, ‘খেলা শেষ।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা এবং চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীসহ ৬০০ নেতার নাম নো-ফ্লাই লিস্টে রাখা হয়েছে। এসব নেতাকর্মী বিদেশ যেতে পারবেন না। এমন ঘোষণা আসার পরেই তিনি এমন মন্তব্য করেন।
মরিয়ম নওয়াজ পাকিস্তানের ভেহারিতে পিএমএল-এন-এর যুব সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। তিনি ৯ মে ইমরান খানের গ্রেপ্তার এবং পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ নিয়ে কথা বলেন। মরিয়ম নওয়াজ, ইমরান খানের দলকে এবং তার নেতাদের দল ত্যাগের বিষয় নিয়ে উপহাস করেছেন। তিনি উপহাস করে বলেছেন, নেতারা দল ছেড়ে দেওয়ায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতাদের দেশত্যাগ শুরু হয়, যখন রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার এবং লাহোর কর্পস কমান্ডার হাউসসহ (জিন্নাহ হাউস) বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানে হামলার পর নিরাপত্তা বাহিনী দলটির বিরুদ্ধে ধরপাকড় শুরু করে।