1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা - DeshBideshNews
November 27, 2024, 12:40 am
 

ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

  • Update Time : Thursday, August 10, 2023
  • 82 Time View
ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নির্বাচনের মাত্র ১০ দিন আগে এক প্রার্থীকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে ইকুয়েডরে। ৫৯ বছর বয়সী ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও রাজধানী কুইটোতে, রাজনৈতিক সমাবেশ শেষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তি পরে আহত অবস্থায় মারা যান। বন্দুকযুদ্ধে তিনি আহত হয়েছিলেন।

দেশটির প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো বুধবার এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্টে প্রেসিডেন্ট লাসসো বলেছেন, ‘প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দোর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী ও কন্যাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। তিনি আরো বলেছেন, ‘আমি নিশ্চিত করছি এই অপরাধের বিচার অবশ্যই হবে। অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু আইনের সবটুকু ভার অপরাধীদের ওপর পড়বে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো দেশটির একজন সাবেক আইনপ্রণেতা ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ