দেশ-বিদশে নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলা আরো তীব্র হয়েছে। পূর্ব ইউক্রেনের শহর দনিপ্রোর একটি মেডিক্যাল ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২১ জন হাসপাতালে আছে, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ছাড়াও আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুটি ছেলে রয়েছে।
আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক এসব তথ্য জানিয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ক্ষতিগ্রস্ত হাসপাতালের একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীদের এবং ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তিনি বলেছেন, ‘রাশিয়ান সন্ত্রাসীরা আবারও মানবিক ও সৎ সবকিছুর বিরুদ্ধে তাদের যোদ্ধাদের অবস্থান নিশ্চিত করেছে।’
এর আগে গভর্নর লাইসাক বলেন, বৃহস্পতিবার রাতে এই অঞ্চলটি ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ ব্যাপক আক্রমণের’ শিকার হয়েছে। ‘এটি একটি খুব কঠিন রাত ছিল। এটি প্রবল ছিল। দনিপ্রোর ক্ষতি হয়েছে।’ বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে, সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পোস্ট করা ফুটেজটিতে আগুনে পুড়ে যাওয়া যে ভবনটি দেখা যাচ্ছে, সেটি দনিপ্রোর একটি হাসপাতাল।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রাতভর রাশিয়া থেকে উৎক্ষেপণ করা ১৭টি ক্ষেপণাস্ত্র এবং ৩১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দনিপ্রো ও পূর্বাঞ্চলীয় শহর খারকিভের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে তেল সংরক্ষাণাগারও রয়েছে।এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভকেও লক্ষ্যবস্তু করা হয়। কর্মকর্তারা বলেছেন, আটকানো ড্রোনের টুকরা একটি শপিং সেন্টারের ছাদে পড়েছিল। এ ছাড়াও একটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।