1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইউক্রেনে শীর্ষ কমান্ডারকে তিন মাস পরই সরিয়ে দিলেন পুতিন - DeshBideshNews
November 27, 2024, 6:37 am
 

ইউক্রেনে শীর্ষ কমান্ডারকে তিন মাস পরই সরিয়ে দিলেন পুতিন

  • Update Time : Thursday, January 12, 2023
  • 88 Time View
ইউক্রেনে শীর্ষ কমান্ডারকে তিন মাস পরই সরিয়ে দিলেন পুতিন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শীর্ষ কমান্ডারকে দায়িত্ব দেওয়ার মাত্র তিন মাস পর সরিয়ে দিয়েছেন। চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এখন ইউক্রেন যুদ্ধের নেতৃৃত্ব দেবেন, যা পুতিনের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’। জেনারেল গেরাসিমভ জেনারেল সের্গেই সুরোভিকিনের স্থলাভিষিক্ত হয়েছেন। সুরোভিকিনই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক নৃশংস হামলার নেতৃত্ব দিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক সামরিক পরাজয়ের পর পূর্ব ইউক্রেনে অগ্রগতি ঘটছে বলে দাবি করার পর রাশিয়া বাহিনীতে এই রদবদল ঘটাল। জেনারেল গেরাসিমভ ২০১২ সাল থেকে পদে রয়েছেন। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা চিফ অব জেনারেল স্টাফ। বর্তমানে গেরাসিমভের ডেপুটি জেনারেল সুরোভিকিন সিরিয়ায় রাশিয়ার অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ নৃশংস কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে পরিচিতি পেয়েছিলেন।

জেনারেল সুরোভিকিন গত অক্টোবরে ইউক্রেন অপারেশনের নেতৃত্বে নিযুক্ত হওয়ার পরপরই রাশিয়া ইউক্রেনের বিদুৎ অবকাঠামো ধ্বংস করার অভিযান শুরু করে। এতে লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক প্রচণ্ড শীতের মধ্যে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বা পানি সরবরাহ ছাড়া থাকতে বাধ্য হয়। সুরোভিকিন দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রাশিয়ার প্রত্যাহারও তদারকি করেছিলেন, যাকে ইউক্রেনীয়দের জন্য একটি বড় সাফল্য মনে করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ