দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দক্ষিণ ইউক্রেনে একটি মূল বাঁধ ধ্বংসের ফলে সৃষ্ট বন্যা থেকে শুক্রবার আরো হতাহতের কথা জানিয়েছে ওই এলাকায় রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া পানি এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। মস্কোর নিযুক্ত খেরসন অঞ্চলের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।
তাদের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।’সালদো আরো বলেন, ১৭টি বসতির ২২ হাজার ২৩৭টি বাড়িতে প্লাবিত হওয়া পানি ‘১০ দিন পর্যন্ত বাড়তে পারে’। এ ছাড়া মঙ্গলবার বন্যা শুরু হওয়ার পর থেকে ২৪৩ শিশুসহ পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সালদো ইউক্রেনীয় বাহিনীকে এই অঞ্চলে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করে বলেছেন, এতে উদ্ধারকারীদের কাজ জটিল হয়ে উঠছে।এদিকে ইউক্রেন নিয়ন্ত্রিত শহর খেরসন এবং এর আশপাশের এলাকায় এএফপি সাংবাদিকরা গোলাবর্ষণের কথা জানিয়েছেন, যা রাশিয়ার দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। দিনিপ্রো নদীর ওপর রাশিয়ার দখলে থাকা বাঁধ ধ্বংসের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করে আসছে।