দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের রুশ দখলকৃত খেরসন অঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী প্রধান সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। হামলার জন্য কিয়েভকে দায়ী করছে মস্কো।
বৃহস্পতিবার (২২ জুন) সেতুর উভয়দিকের রুশ নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্ণর সার্গেই আক্সিনোভ টেলিগ্রামে বলেছেন, রাতে সেতুতে হামলা চালানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে।
হামলার ফলে যানবাহন চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিমিয়া অঞ্চলের গভর্নর সের্গেই আক্সিনোভ বলছেন, সেতুটি স্বাভাবিক অবস্থায় আনতে কত সময় লাগবে তা নিয়ে গবেষণা করছেন বিশেষজ্ঞরা।