আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে- সে জন্য এ সিদ্ধান্ত। খবর বিবিসি ও রয়টার্সের।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- আজ শনিবার মস্কোর সময় সকাল ১০টায় রাশিয়ান পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। যেন বেসামরিক নাগরিকরা মারিউপোল এবং ভলনোভাখা শহর নিরাপদে ছেড়ে যেতে পারে। এ নিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষও একমত হয়েছে।