আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনের আত্মরক্ষার জন্য অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন। বেন ওয়ালেস বলেন- যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনে দুই হাজার ‘নেক্সট-জেনারেশন. হালকা ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে। এই সংখ্যা এখন তিন হাজার ৬১৫তে উন্নিত করা হচ্ছে।
বেন ওয়ালেস আরও বলেন- এ ছাড়া ইউক্রেনকে ‘জ্যাভেলিন’ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেওয়া হচ্ছে। ‘স্টারস্ট্রিক’ নামের সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
বেন ওয়ালেস আরও জানান- যুক্তরাজ্য এ ছাড়া হালকা অস্ত্র ও অন্যান্য সরঞ্জামও পাঠিয়েছে।
আজ বুধবার (৯ মার্চ) পর্যন্ত টানা দ্বিতীয় সপ্তাহের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে তুমুল লড়াই।