দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ান বাহিনী মঙ্গলবার হামলার চালানোর সময় পূর্ব ইউক্রেনীয় শহর কুপিয়ানস্কের কেন্দ্রে একটি জাদুঘরে আঘাত করে। এতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। এ ছাড়াও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন।
পুলিশের প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তারা ধ্বংসস্তূপের মধ্যে খনন করে আটকে পড়া এক নারীকে টেনে বের করছেন। পরে উদ্ধারকর্মীরা একটি স্ট্রেচারে করে তাকে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তার অবস্থা বুঝা যায়নি। জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমরা জাদুঘরের একজন কর্মী নিহত এবং ১০ জন আহত হওয়ার কথা জানি। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় সংস্থা এতে জড়িত আছে।’
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ এবং আঞ্চলিক গভর্নর বলেছেন, রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্রের কারণে জাদুঘরটি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও জেলেনস্কি একটি বিধ্বস্ত ভবনের ভিডিও পোস্ট করেছেন, যেখানে রাস্তায় ধ্বংসস্তূপ এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। ভবনটির জানালা ভেঙে গেছে এবং দেয়াল ও ছাদের একটি অংশ ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধ শুরুর আগে খারকিভ অঞ্চলে অবস্থিত কুপিয়ানস্কের জনসংখ্যা ছিল ২৬ হাজার। এটি একটি গুরুত্বপূর্ণ রেল হাব, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর কয়েক মাস ধরে রাশিয়ান বাহিনীর দখলে ছিল। ইউক্রেনীয় বাহিনী সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ করে কুপিয়ানস্ক থেকে তাদের তাড়া করে শহরটি পুনরুদ্ধার করে।