আন্তর্জাতিক ডেস্ক : আজ সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে চলছে ইউক্রেন ও রাশিয়ার আলোচনা। সেখানে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত আছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। বৈঠকে তিনি দুই দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন- আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন। খবর রয়টার্সের।
ভ্লাদিমির মাকেইয়ের বক্তব্য নিয়ে একটি টুইট করেছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়- বৈঠক শুরুর আগে মাকেই বলেন- প্রিয় বন্ধুরা, বেলারুশের প্রেসিডেন্ট আমাকে আপনাদের স্বাগত জানাতে বলেছেন, আপনাদের কাজে যতটা সম্ভব সহযোগিতা করতে বলেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের সঙ্গে যেমনটি কথা হয়েছিল, আলোচনা চলুক, আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন।
এদিকে বৈঠকের আগে এক বিবৃতিতে ইউক্রেন জানায়- আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। তবে নিজেদের উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মস্কো।