আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহের জন্য তহবিল বরাদ্দ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেওয়ার আগে আজ রোববার সকালে সিডনিতে একটি গির্জায় ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন।
মরিসন বলেন- ইউক্রেনের ক্ষেত্রে যা ঠিক, অস্ট্রেলিয়া সরকার সব সময় তার পক্ষে দাঁড়াবে। আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র দিয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। ইউক্রেন থেকে ভিসার আবেদনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।