দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সর্বশক্তি নিয়ে আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন ‘ইলসা’। দেশটির আবহাওয়া দপ্তরের খবরে বলা হয়েছে, সাইক্লোনটি ক্যাটাগরি-৫-এ রূপ নিয়েছে, যা অস্ট্রেলিয়ায় সাইক্লোনের শক্তি পরিমাপের সর্বোচ্চ ধাপ। এ ছাড়া সাইক্লোনটির মাঝপথে পড়তে পারে একটি বড় সামুদ্রিক বন্দর। যেটির মাধ্যমে আইয়ন ওরে নামের খনিজ পদার্থ রপ্তানি করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বিওএম জানায়, আকরিক লোহা রপ্তানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে আঘাত হানবে এই ঝড়।
আজ প্রথম প্রহরে ঘূর্ণিঝড়টি উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বা আগামীকাল সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।