দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এশিয়া কাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় সাকিব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে ব্যাট করে স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে চান। পরে ব্যাট করে যেটা চেস করা আফগানিস্তানের জন্য কঠিন হবে।
শারজাহর এই মাঠে সাম্প্রতিক সময়ে হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি বললেই চলে। গত এক বছরে এই মাঠে আগে ব্যাটিং করা দল গড়ে ১৪৩ রান তুলতে পেরেছে। আরব আমিরাতের এই মাঠের উইকেট বরাবরই স্পিন সহায়ক, তবে কখনো কখনো উইকেটের চমকে পেসাররাও শারজায় খেলা দেখান।
টসের সময় আফগান অধিনায়ক মোহাম্মদ নবী আজকের উইকেট স্লো এবং স্পিন সহায়ক হবে বলেই ধারণা দিয়েছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ প্রতাপে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছেন রশিদ খানরা।
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।